WhatsApp-এ ডিলিট করে দেওয়া মেসেজ পড়া সম্ভব! জানুন কীভাবে
কখনও কখনও দেখেছেন আপনার বন্ধু, ক্রাশ কিংবা প্রেমিক/প্রেমিকা আপনাকে WhatsApp-এ কিছু মেসেজ করে ডিলিট ফর এভরিওয়ান করে দিয়েছে। আপনি জানেন জিজ্ঞেস করলে হয়তো সে সত্যিটা বলবে না, আর আপনি মনে কৌতূহল নিয়ে বসে আছেন কী লিখেছিল জানার জন্য। একটি ছোট্ট কাজ করলে আপনিও জানতে পারবেন ঠিক কী মেসেজ করেছিল সে।
WhatsApp-এ যেকোনও মেসেজ এলে আমরা নোটিফিকেশন দেখতে পাই। এবার এই নোটিফিকেশনের মাধ্যমে পড়ে ফেলা যাবে ডিলিট হওয়া মেসেজটিও। কিন্তু কীভাবে? আমাদের ফোনে যত অ্যাপ রয়েছে তার প্রতিটি থেকেই কমবেশি নোটিফিকেশন আসে প্রতিদিন। আর এই নোটিফিকেশন আমরা ক্লিয়ার করে সরিয়ে দিই, কিন্তু তা সঞ্চয় হয়ে থাকে আমাদের ফোনে। সেই নোটিফিকেশন হিস্ট্রি থেকে পড়ে ফেলা যাবে ডিলিট হওয়া মেসেজটি।
কীভাবে পড়বেন?
আপনার ফোনের সেটিংস মেনুতে চলে যান। দেখবেন নোটিফিকেশন বলে একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করে ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন অ্যাডভ্যান্স সেটিংস বলে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করতে হবে। তার ভেতরে দেখবেন নোটিফিকেশন সংক্রান্ত একাধিক সেটিংস রয়েছে। এবার আপনাকে নোটিফিকেশন হিস্ট্রি অপশন সিলেক্ট করতে হবে এবং ফিচারটি অন করতে হবে। ব্যাস এবার কেল্লাফতে, এরপর থেকে পড়ে ফেলুন ডিলিট ফর এভরিওয়ান মেসেজ।