সন্দেশখালিতে তৃণমূল নেতা-ঘনিষ্ঠের বাড়িতে আগ্নেয়াস্ত্র-বোমার পাহাড়, রোবট নিয়ে তল্লাশি NSG-র বিশাল টিমের

সন্দেশখালিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খা-এর আত্মীয় আবুতালেব মোল্লার বাড়িতে শুক্রবার সকালে আগ্নেয়াস্ত্রের পাহাড় উদ্ধার করল CBI। আর সেই ঘটনায় তোলপাড় হতেই বিকেলে সেখানে পৌঁছল NSG-র কমান্ডোসহ বিশাল টিম। ন্য়াশনাল সিকিউরিটি গার্ড (NSG)-র বম্ব ডিসপোজ়াল টিম এসে পৌঁছেছে সেখানে। CBI সূত্রে খবর, রহস্য়ময় ওই বাড়িতে রয়েছে একটি বাক্স। সেখানে প্রচুর বিস্ফোরক মজুত রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। আনা হয়েছে একটি রোবট ও মেটাল ডিটেক্টরও। রোবটটিকে বাড়িতে প্রবেশ করিয়ে বোমের সন্ধান চালাবে NSG। ইতিমধ্য়েই গোটা এলাকা খালি করে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। আনা হয়েছে একটি অ্য়াম্বুল্য়ান্সও।

বাসন্তী হাইওয়ে থেকে ২০০ মিটার ভেতরে নির্জন এলাকা। আর সেখানেই চারপাশে মাছের ভেরির মাঝে রহস্য়ময় বাড়ি। নেই বিদ্যুৎ সংযোগও। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সেখানে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বোমা। এরপর মাটি খুঁড়তেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। সেখান থেকে প্রচুর বিদেশি বন্দুক, গুলি মিলেছে বলে জানা গিয়েছে।


গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে। এরপরই সন্দেশখালিতে শাহজাহানের নানান কীর্তি উঠে আসে। গ্রেপ্তার করা হয় তাঁকে। সন্দেশখালিকাণ্ডের সব মামলার তদন্তভার আদালত সিবিআইকে দেয়।

Leave a Reply

Your email address will not be published.