পূর্ব নেপালে হড়পা বান,মৃতের সংখ্যা বেড়ে ৫
এখনও গরমে পুড়ছে রাজ্য। চাতকের মতো মৌসুমী বায়ুর আশায় সবাই। ভিন্ন চিত্র নেপালে। হড়পা বান ও ভূমিধসে কার্যত বিপর্যস্ত পূর্ব নেপালের একাধিক এলাকা। পুলিশ – প্রশাসন সূত্রে খবর, হড়পা বান ও ধসের জেরে ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ২৮ জন। দেখুন ভিডিয়ো।