জলমগ্ন হাসপাতাল চত্বর,স্ট্রেচারে রোগী টানতে ব্যস্ত পরিজন
টানা বৃষ্টি। ইতিমধ্যেই জলমগ্ন রাজস্থানের একাধিক এলাকা। তবে আজমেরের জওহরলাল নেহরু হাসপাতালের চিত্র ভাবাতে বাধ্য করবে। জলমগ্ন হাসপাতাল চত্বর। তার মাঝেই বেডে শুয়ে সুস্থ হওয়ার অপেক্ষায় রোগীরা। জল পেরিয়ে স্ট্রেচারে করে রোগী টানছেন পরিজন ও হাসপাতাল কর্মীরা। দেখুন ভিডিয়ো।