‘তৃণমূলের জমানায় বাংলায় হিন্দুরাই দ্বিতীয় সারির নাগরিক,’ বিস্ফোরক মোদি
তৃতীয় দফা ভোটের আগে বঙ্গে প্রচারে এসে তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ধমানের সভা থেকে এদিন সরাসরি অভিযোগ করে মোদি বলেন, তৃণমূলের শাসনকালে বাংলায় হিন্দুদের দ্বিতীয় সারির নাগরিক করে রাখা হয়েছে। বিধায়ক হুমায়ুন কবীরের একটি ভাইরাল হওয়া ভিডিয়ো ক্লিপকে ঘিরেই এই বিস্ফোরক অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য়, সম্প্রতি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের একটি মন্তব্য়ে জোর বিতর্কের মাথাচাড়া দেয়। সেখাবে বিধায়ককে বলতে শোনা যায়,’২ ঘণ্টার মধ্যে যদি তোমাদের ভাগীরথিতে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। তোমরা হাতির পাঁচ পা দেখেছো? কিন্তু যদি ভেবে থাকো, ৩০ শতাংশ লোক মুর্শিদাবাদ জেলায় আমরা ৭০ শতাংশ। এখানে রামনগরে তোমরা বেশি আছো বলে কাজিপাড়ার মসজিদ ভাঙবে? আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনও দিন হবে না?।
এনিয়ে মোদি বলেন, ‘কাল আমি টিভিতে দেখেছি। তৃণমূলের এক বিধায়ক প্রকাশ্য়ে হুমকি দিচ্ছেন। হিন্দুদের ভাসিয়ে দেব- এ আবার কেমন কথাবার্তা?’ পাশাপাশি সন্দেশখালি ইস্য়ুতে রাজ্য়কে একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এদের জয় শ্রী রাম বললে সমস্যা। রাম মন্দির তৈরিতে সমস্যা। এদের রামনবমীর শোভাযাত্রায় সমস্যা। আমি আজ তৃণমূল সরকারকে প্রশ্ন করতে চাই এখানে সন্দেশখালিতে আমাদের দলিত বোনেদের সঙ্গে এত বড় অপরাধ হলেও তৃণমূল অপরাধীকে বাঁচাতে ব্যস্ত ছিল।’সরাসরি ধর্মকে হাতিয়ার করে মোদি বললেন, এই আচরণ কি শুধু এইজন্য যে অপরাধীর নাম ছিল শাহজাহান শেখ?’