খবরবিদেশ

তুরস্কে ধ্বংসস্তূপের নিচে ভাইয়ের মাথা আগলে দিদি

নিজের উপর দেওয়াল চাপা পড়েছে। একটু এদিক-ওদিক হলেই হয়তো সব শেষ। কিন্তু সে কথা তার মাথায় নেই। সে যে ভাইকে বাঁচাতে ব্যস্ত। ভাবছে, এই ছোট্ট ছোট্ট নরম হাত দিয়েই আটকে দেবে ভেঙে পড়া দেওয়াল। সম্প্রতি তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (সত্যতা যাচাই করেনি নগরনামা) হওয়া এই ভিডিয়োর ক্যাপশানে লেখা, এটি তুরস্কের দৃশ্য। যেখানে সাত বছরের একটি ছোট্ট মেয়ে তার ভাইকে আগলে রাখতে ব্য়স্ত। সে নিজে প্রায় চাপা পড়ে যাওয়া দেওয়ালের মাঝে আটকে রয়েছে। কিন্তু তাও ভাইকে রক্ষা করতে তৎপর।

ইতিমধ্যেই শিশু দু’টির ছবি শেয়ার করে রাষ্ট্রসংঘের প্রতিনিধি মহম্মদ সাফা লেখেন, প্রায় ১৭ ঘণ্টা ধরে এই অবস্থাতেই ছিল দুই খুদে। শেষমেশ তাদের উদ্ধার করা গিয়েছে। দু’জনেই আপাতত সুরক্ষিত।

উল্লেখ্য, একের পর এক ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক। প্রায় ৮,০০০ ছুঁতে চলেছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা রীতিমতো নাড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *