৩ মে রাজ্য়ে আসছেন মোদি, ৩টি জায়গায় করবেন জনসভা

লোকসভা নির্বাচন উপলক্ষ্যে ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩ মে তিনি বঙ্গ সফরে আসছেন। BJP সূত্রে খবর, তিনি মোট তিনটি জায়গায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুরে সভা করবেন মোদি।

লোকসভা ভোটকে পাখির চোখ করে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ৭ বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। সেই সফরে মোট ৯টি জনসভাও করেছেন। এবারের তিনটি জনসভা করলে তিনি বাংলার বুকে একডজন জনসভা করে ফেলবেন।  উল্লেখ্য, কৃষ্ণনগরে BJP-র প্রার্থী হয়েছেন রাজমাতা অমৃতা রায়। বোলপুরে প্রার্থী হয়েছেন পিয়া সাহা এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কবিয়াল অসীম সরকার।

গত ২৬ এপ্রিল মালদায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদা উত্তর ও দক্ষিণের BJP প্রার্থী যথাক্রমে খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে জনসভা করেন তিনি। ওই সভা থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করে মোদি বলেছিলেন, ‘তৃণমূল সরকার বাংলায় অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতন হয়েছে। কিন্তু তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। তৃণমূল ও কংগ্রেস বলছে CAA তুলে দেবে। কিন্তু CAA নাগরিকত্ব নেওয়ার নয়, দেওয়ার আইন।‘

Leave a Reply

Your email address will not be published.