সন্দেশখালিকাণ্ডে জারি থাকবে CBI তদন্ত, সুপ্রিম কোর্টে ৩ মাস পিছিয়ে গেল শুনানি
সুপ্রিম কোর্টে ৩ মাসের জন্য পিছিয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি। দেশে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে দু’দফার ভোট হয়ে গেছে, এখনও বাকি ৫ দফা। আর ভোটের আবহে আপাতত পিছিয়ে গেল এই মামলার শুনানি।
সন্দেশখালিতে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি আবেদন রাখেন, এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাজ্যের হাতে এসেছে। মামলাটি ২-৩ সপ্তাহের জন্য মুলতুবি রাখা হোক। এরপর বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের মন্তব্য, এই মামলায় গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে বলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। আগামী জুলাই মাসে এই মামলার শুনানি হবে ।
নারী নির্যাতন ও জমি কেড়ে নেওয়ার অভিযোগ সংক্রান্ত সন্দেশখালি মামলায় CBI তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকার শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ডের তদন্তের দায়িত্ব CBI-র হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য।