তৃণমূল প্রার্থীর প্রচারে অনুপস্থিত, BJP প্রার্থীর পাশে দাঁড়িয়ে প্রশংসা কুণাল ঘোষের, তবে কি…?

লোকসভা ভোটের আবহে BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে। আর তারপরই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তবে কি তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা যোগ দিতে চলেছেন পদ্ম শিবিরে। ওয়াকিবহল মহলে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।

বুধবার উত্তর কলকাতার ৩৮ নং ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাবের তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরের মঞ্চেই উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও BJP প্রার্থী তাপস রায়। মাইক হাতে সেই মঞ্চ থেকে ‘প্রার্থী’ ও ‘জননেতা’ তাপস রায়ের প্রশংসা করলেন কুণাল। তিনি বলেন, ‘তাপস রায়ের দরজা দিন-রাত মানুষের জন্য খোলা থাকে। জনপ্রতিনিধি তাপস রায়ের সম্পর্কে আমার কিছু বলার নেই। আমরা তাপস রায়কে এক পরিবারে রাখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য তা পারিনি।‘ অন্যদিকে, তাপস রায়ের মুখেও শোনা যায় কুণালের প্রশংসা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কুণাল ২ বছর ১০ মাস অকারণে জেল খাটার পরও তৃণমূলের হয়ে ব্যাট করছেন, ডিফেন্স করছেন। আমি ওঁর জায়গায় থাকলে এটা করতে পারতাম না।‘

যদিও কুণাল ঘোষ যখন রক্তদান শিবিরের মঞ্চ থেকে BJP প্রার্থীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন সেই সময়েই নির্বাচনী প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই কারণেই দলবদলের সম্ভাবনার কথা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। দলের প্রার্থীর সমর্থনে প্রচারে উপস্থিত না থেকে কী কারণে BJP প্রার্থীর হয়ে একমঞ্চে ছিলেন কুণাল সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনা প্রসঙ্গে অবশ্য সাফাই দিতে গিয়ে তৃণমূল নেতা বলেন, ‘দেব সৌজন্য দেখালে আমি সৌজন্যের বৃষ্টিপাত করে দিতে পারি।‘

Leave a Reply

Your email address will not be published.