Bally station fire : বালি স্টেশন সংলগ্ন ঝোপে আগুন, ব্য়াহত ট্রেন চলাচল

বালি স্টেশনে (Bally Station) ৩নং লাইনের পাশে ঝোপে আগুন (Fire) লেগে বিপত্তি। সাময়িকভাবে ব্যাহত হাওড়া বর্ধমান মেন ও কর্ড লাইনে আপ ও ডাউনে ট্রেন চলাচল (Howrah Bardhaman Local Trains)। তীব্র দাবদাহ থেকেই রেললাইন লাগোয়া ঝোপে আগুন লাগে বলে জানিয়েছে দমকল। আগুন ছড়ানোর আশঙ্কা না থাকলেও স্টেশন থেকে জল নিয়ে ইতিমধ্যেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকল বাহিনী

অন্যদিকে, আগুন লেগে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। যদিও কতক্ষণ ট্রেন বন্ধ থাকবে তা নিয়ে কিছু জানায়নি রেল ও দমকল। জানা গেছে, রবিবার সন্ধেয় বালি স্টেশনে কর্ড ও মেন লাইনের মাঝের ঝোপে আগুন লাগে। যার জেরে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন চলাচল। রেললাইনের উপর দিয়ে পাইপ বিছিয়ে ঝোপে আগুন নেভানোর কাজে নেমেছেন দমকলকর্মীরা।

আগুন নেভাতে বেশকিছুক্ষণ সময় লাগবে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। ততক্ষণ পর্যন্ত ট্রেন চলবে না বলেই জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published.