জাতীয় পুরস্কারের মঞ্চেও ঝুঁকলেন না পুষ্পা রাজ, সেরার তালিকায় আলিয়া, মাধবন 

বছরজুড়ে আলোচনার শীর্ষে ছিল সিনেমাটি। সিকোয়েল নিয়েও কৌতূহলের শেষ নেই। আর সমস্ত চেষ্টা সার্থক রূপ পেল। এবার জাতীয় পুরস্কারের মঞ্চে পুষ্পার জয়জয়কার। সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন আল্লু অর্জুন। সেরা অভিনেত্রীর তালিকায় যৌথভাবে আলিয়া ভাট ও কৃতী শ্যানন। এখানেই শেষ নয়। রকেটরি : দা নাম্বি এফেক্ট বানিয়ে জাতীয় পুরস্কার ছিনিয়ে নিলেন মাধবনও।

একনজরে ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পেল রকেটরি : দা নাম্বি এফেক্ট
জাতীয় সংহতির ক্ষেত্রে নার্গিস দত্ত পুরস্কার পেল দা কাশ্মীর ফাইলস
সামগ্রিকভাবে বিনোদনের জন্য বেস্ট পপুলার ফিল্মের তকমা পেল RRR
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ও মিমির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট ও কৃতী শ্যানন
পুষ্পা রাজের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন আল্লু অর্জুন
সহ অভিনেতা হিসেবে পঙ্কজ ত্রিপাঠী ও সেরা অভিনেত্রী হিসেবে পল্লবী জোশী জিতেছেন জাতীয় পুরস্কার
সেরা সংগীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন দেবী শ্রী প্রসাদ
সেরা হিন্দি সিনেমা হিসেবে পুরস্কার পেয়েছে সর্দার উধম
সেরা বাংলা সিনেমা হিসেবে পুরস্কার পেয়েছে কালকক্ষ

Leave a Reply

Your email address will not be published.