মহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেপ্তার অভিনেতা সাহিল খান

মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অভিনেতা সাহিল খানকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। বম্বে হাইকোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পর রবিবার মুম্বই পুলিশের সাইবার সেলের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) ছত্তিশগড় থেকে তাঁকে গ্রেপ্তার করে।

সূত্র মারফত জানা যায়, হাইকোর্টে জামিনের আর্জি খারিজ হতেই মুম্বই থেকে পালিয়ে যান অভিনেতা। এরপর ছত্তিশগড় পুলিশের সাহায্য নিয়ে প্রায় ৪০ ঘণ্টা অপারেশন চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মুম্বই পুলিশ। গ্রেপ্তারের পর আজই তাঁকে মুম্বইয়ে নিয়ে এসে কোর্টে পেশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

প্রসঙ্গত, সাহিল খান স্টাইল, এক্সকিউজ মি, আলাদিন সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়নের বেশি। মূলত ফিটনেস ফ্রিক হিসেবেই জনপ্রিয়তা তাঁর।

উল্লেখ্য, SIT মূলত ছত্তিশগড়ের কিছু আর্থিক ও রিয়েল এস্টেট সংস্থা সহ মহাদেব বেটিং অ্যাপের নির্মাতাদের বিরুদ্ধে অবৈধ লেনদেন সংক্রান্ত মামলার তদন্ত চালাচ্ছে। গতবছর যখন অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এই অ্যাপের বিজ্ঞাপনের মুখ হিসেবে উঠে আসেন তখন সংবাদ শিরোনামে আসে অ্যাপটি।

মহাদেব বেটিং অ্যাপটি মূলত পরিচালনা করে থাকেন সৌরভ চন্দ্রকর ও রবি উপ্পোল। দু’জনই ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা। SIT-র তদন্ত মারফত জানা যায় দুবাই থেকে অ্যাপটির যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করা হয়ে থাকত। তদন্তকারী সংস্থার আরও দাবি, সৌরভ ও রবির সঙ্গে নেতা, পুলিশ ও সরকারি অমলাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। অ্যাপের কার্যকলাপ মসৃণ ভাবে এগিয়ে নিয়ে যেতে নিয়মিত তাঁদের মধ্যে আর্থিক লেনদেনও হত বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.