ইংরাজি ভাষায় ডাক্তারি পড়তে সমস্যা, ভোপালে আত্মঘাতী প্রথম বর্ষের ছাত্রী

সোমবার সকালে ভোপালের একটি প্রাইভেট মেডিক্যাল কলেজের হস্টেল থেকে প্রথম বর্ষের এক MBBS ছাত্রীর দেহ উদ্ধার করা হল । মৃত ছাত্রীর নাম রানি মোরে (২১)। তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে । তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি । ওই ছাত্রীর বাবা পুলিশকে জানিয়েছেন যে তাঁর কারও উপর কোনও সন্দেহ নেই । তিনি আরও জানিয়েছেন, ইংরাজিতে ডাক্তারি পড়তে সমস্যার সম্মখীন হচ্ছিলেন তাঁর মেয়ে । পরীক্ষায় ভালো ফলও করতে পারেননি। কম নম্বর পাওয়ায় অভিভাবককে ডেকে পাঠিয়েছিল কলেজ কর্তৃপক্ষ ।

উল্লেখ্য, মধ্যপ্রদেশ হল এমন একটি রাজ্য যেখানে প্রথম হিন্দি ভাষায় MBBS পড়ানো শুরু হয়েছিল । কিন্তু রানি কেন এই সুবিধা বেছে নেননি তা এখনও জানা যায়নি । ২০২৩ সালে তিনি কলেজে ভর্তি হন । রুমমেট বাড়ি যাওয়ায় গত কয়েকদিন ধরে হস্টেলের রুমে রানি একাই থাকছিলেন । সোমবার সকাল ১০টা বেজে গেলেও রানি বাইরে বের না হওয়ায় ওয়ার্ডেন এসে তাঁকে ডাকাডাকি করেন । সাড়া না পেয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি । পরে দরজা খোলা হলে রানিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ।

রানির বাবা দেবী সিং মোরে মঙ্গলবার জানিয়েছেন যে রানি খুব ভালো ছাত্রী ছিলেন । দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনি হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছেন । তাই ইংরাজি ভাষায় ডাক্তারি পড়তে তাঁর সমস্যা হচ্ছিল ।

Leave a Reply

Your email address will not be published.