লেগে থাকবে বিষাদের এই রং, প্রয়াত সতীশ কৌশিক

হোলির আনন্দে মেতে উঠেছে সারা দেশ। একদিন পার হয়েছে। এখনও ওঠেনি প্রিয়জনের দেওয়া রং। তবে আজ সকালে আচমকা যে রং লাগল, তা ধুয়ে মুছে সাফ হয়ে গেলেই ভালো। ভারতীয় সিনেমা হারাল এক বর্ণময়, বৈচিত্র্যপূর্ণ চরিত্রকে। প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। সত্যি, এই বিষাদের রং মুছে ফেলা খুব কঠিন।

আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রথম দেন তাঁর বন্ধু অভিনেতা অনুপম খের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে এনিয়ে এখনও তদন্ত জারি। গতকাল তিনি কোথায়, কার কার সঙ্গে ছিলেন সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।

এককথায় সতীশ কৌশিককে বর্ণনা করা অসম্ভব। কমেডি থেকে দুঁদে ভিলেন অভিনয়ের প্রতিটি ক্ষেত্রে সমান পারদর্শী ছিলেন। পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার, প্রযোজক সতীশ কৌশিকের তেরে নাম, মিস্টার ইন্ডিয়া চিরকাল মনে রাখবে ভারতীয় দর্শক। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তারপর দিওয়ানা মস্তানা,সাজন চলে শ্বশুরাল, প্রেম একের পর এক ছবি উপহার দিয়েছেন। পঙ্কজ ত্রিপাঠী অভিনীত কাগজ ছবিরও পরিচালক ছিলেন সতীশ কৌশিক।

Leave a Reply

Your email address will not be published.