৯৩ কোটি ইন্টারনেট ব্য়বহারকারী দেশে! ডিজিটাল ভারত সফল?

মোবাইল এবং ইন্টারনেট ছাড়া এখন ভারতীয়দের দিন কাটছে না। সম্প্রতি TRAI-র রিপোর্টে এমন তথ্য়ই উঠে আসছে। গত ২০২৩ সালের ডিসেম্বরের শেষে দেখা যাচ্ছে দৈনিক দেশের প্রায় ৯৩ কোটি ৬১ লক্ষ মানুষ বর্তমানে ইন্টারনেট ব্য়বহার করছেন। এর মধ্য়ে ৮৯ কোটি মানুষ মোবাইলের মাধ্য়মে ইন্টারনেট ব্য়বহার করে থাকেন। এই বিশাল সংখ্য়ক মানুষের মধ্য়ে প্রায় ৪৪ শতাংশ গ্রামের বাসিন্দা। সুতরাং ইন্টারনেট বা টেকনোলজির উন্নতি যে শহরে আটকে রয়েছে, সে কথা আর বলা যাবে না। এখন গ্রামেও এর পরিধি বিশাল।


ফেব্রুয়ারি মাসের এক রিপোর্ট জানাচ্ছে, ভারতীয় ইন্টারনেট ইউজারদের মধ্যে ৮৬ শতাংশ নেটফ্লিক্স (Netflix), প্রাইম ভিডিয়ো (Amazon Prime Video) এবং স্পটিফাই (Spotify)-এর মতো ওটিটি ভিডিয়ো এবং অডিয়ো স্ট্রিমিং পরিষেবা উপভোগ করছেন। এর মধ্য়ে প্রায় অর্ধেক গ্রাহক গ্রামের বাসিন্দা। এর পিছনে একটি কারণ হতে পারে, OTT ভিডিয়ো স্ট্রিমিং প্ল্য়াটফর্মগুলি বর্তমানে ভারতের প্রান্তিক এলাকার মানুষদের কথা, তাদের গল্প তুলে ধরতে এগিয়ে এসেছে। তার সবথেকে বড় উদাহরণ সম্প্রতি “পঞ্চায়েত” নামক একটি সিরিজের বিপুল জনপ্রিয়তা। তবে এই বিপুল ইন্টারনেট ব্য়বহারে ব্য়াপকহারে বেড়েছে জালিয়াতি ও প্রতারণার মতো ঘটনাগুলিও। বলাবাহুল্য, যে কোনও ঘটনার কিছু খারাপ ও ভালো দিক থাকে।


TRAI-র এই রিপোর্ট তবে কি ভারত সরকারের ডিজিটাল ভারত প্রকল্পের সাফল্য়ের খতিয়ান দিচ্ছে ? আপনার মতামত জানান কমেন্টের মাধ্য়মে।

Leave a Reply

Your email address will not be published.