আবার নতুন ট্য়াক্স বসাবে মোদি সরকার ?

ইনহেরিট্য়ান্স ট্য়াক্স বা উত্তরাধিকার কর। বর্তমানে এই বিষয়টি নিয়ে সরগরম গোটা দেশের রাজনীতি। এই ইস্য়ুতে মোদি সরকারকে কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধী শিবির। কিন্তু কী এই উত্তরাধিকার কর ? আসুন জেনে নেওয়া যাক।

ইনহেরিট্য়ান্স ট্য়াক্স, এটি এস্টেট ট্য়াক্স নামেও পরিচিত। মূলত কোনও মৃত ব্য়ক্তির রেখে যাওয়া সম্পত্তি তাঁর উত্তরাধিকারদের মধ্য়ে ভাগ হওয়ার আগে ওই সম্পত্তিতে বসানো একটি ট্য়াক্স বা কর। ভারতে এই ব্য়বস্থা ১৯৮৫ সালে রদ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি বিশিষ্ট ব্য়বসায়ী ও রাজনীতিক স্য়াম পিত্রোদা এই প্রসঙ্গ আবার উত্থাপন করেন।

বর্তমানে বিভিন্ন দেশে এই কর ব্য়বস্থা চালু আছে। জাপানে এই করের পরিমাণ গোটা বিশ্বে সর্বোচ্চ, প্রায় ৫৫ শতাংশ। পাশাপাশি রয়েছে দক্ষিণ কোরিয়া (৫০ শতাংশ), ফ্রান্স (৪৫ শতাংশ), ইউনাইটেড কিংডম ও অ্য়ামেরিকাতে এর পরিমাণ ৪০ শতাংশ। যেখানে কিছু রাজনৈতিক দল এই করের উপযোগিতা নিয়ে আলোচনা করছে, সেখানেই অন্য় দলগুলি মনে করিয়ে দিচ্ছে ভারতীয়রা আয়ের ৩০ শতাংশ কর প্রদান করেন। পাশাপাশি প্রত্য়েকটি জিনিসে গড়ে ১৮ শতাংশ GST সহ অন্য়ান্য় আরও কর দান করেন।

আরও পড়ুন : PF অ্যাকাউন্টে কবে ঢুকবে সুদের টাকা? জানাল EPFO

আমাদের দেশে এই উত্তরাধিকার কর আপাতত না থাকলেও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি, ভাড়া বা অর্জিত ডিভিডেন্টে কর প্রদান করতেই হয়। সম্পত্তি প্রায় ২৪ মাস রাখার পর বিক্রি করলে লং টার্ম ক্য়াপিটাল গেন ট্য়াক্স হিসেবে প্রায় ২১ শতাংশ (সেস সহ) কর দিতে হয় ভারতে। কোভিডের সময় এই উত্তরাধিকার কর বসানোর কথা সরকার উত্থাপন করায় কড়া নিন্দার ঝড় উঠেছিল দেশজুড়ে।

ইতিমধ্য়েই বিভিন্ন রকম কর দিতে হয় ভারতীয়দের, তার মধ্য়ে আলাদা করে এই উত্তরাধিকার কর কি জরুরি ? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।

Leave a Reply

Your email address will not be published.