আম চাষিদের আয় বৃদ্ধির ক্ষেত্রেও ভাগ চায় তৃণমূল, মালদার সভায় কটাক্ষ প্রধানমন্ত্রীর

লোকসভা নির্বাচনকে ঘিরে সরগরম গোটা দেশের রাজনীতি। রাজ্যেও একে অন্যের বিরুদ্ধে সরব তৃণমূল ও গেরুয়া শিবির। নির্বাচনী ময়দানে নিজেদের এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কেউই। আজ মালদায় তেমনই ইঙ্গিত মিলল। এদিন উত্তর মালদার এক নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আম চাষিদের আয় বৃদ্ধির ক্ষেত্রেও নিজেদের ভাগ চায় তৃণমূল”।

তৃণমূলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ” মালদার চাষিদের উৎপাদন করা আম ও মাখানা বিশ্ব বিখ্যাত। তাই তাঁদের আয়-উপার্জন বৃদ্ধি পাওয়া উচিত। সেই কারণেই এখানে আমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলব। কিন্তু সেখানেও তৃণমূল তাদের ভাগ চায়। “

এদিনের সভা থেকে তিনি আরও বলেন, ” বাংলায় দুর্নীতি ছাড়া কোনওকিছুই সম্ভব নয়। এখন তারা চাষিদেরও ছাড়ছে না। বাংলার যুবকদের ভবিষ্যৎ নিয়ে নিয়মিত খেলা করছে। বর্তমানে প্রায় ২৬০০০ পরিবার অসহায়, চাকরি হারিয়েছে। এমনকি চাকরি বাঁচানোর জন্য তৃণমূলকে টাকা দিতে গিয়ে তারা যে ঋণ নিয়েছিল, সেই ঋণের বোঝাও এখন তাদের মাথায়। “

Leave a Reply

Your email address will not be published.