কীভাবে কম সুদে মিলবে লোন, রইল বিস্তারিত তথ্য

জীবনে অনেক সময় কোনও না কোনও দরকারে আমাদের পার্সোনাল লোনের প্রয়োজন পড়ে। আজকাল প্রায় অধিকাংশেরই হয়তো পার্সোনাল লোন চলছে কিংবা কেউ পার্সোনাল লোন নেওয়ার পরিকল্পনা করছেন। আর ঠিক এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সুদের হার। এক্ষেত্রে লোনের জন্য অতিরিক্ত সুদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন সবাই। কিন্তু তা কীভাবে সম্ভব ? আসুন জেনে নেওয়া যাক বিশদে।

প্রত্যেকটি ব্যাঙ্ক বা NBFC-র পার্সোনাল লোনের সুদের পরিমাণ আলাদা হয়। কিন্তু কয়েকটি ক্ষেত্রে এই সুদের পরিমাণ অতিরিক্ত হয়। তবে আপনার যদি সিবিল স্কোর ৭৫০-র বেশি হয়, তাহলে আপনার লোনের উপর সুদের পরিমাণ খুবই কম হবে। সিবিল স্কোর ভালো হলে আপনার প্রতি ব্যাঙ্কের ভরসাও বাড়বে। আর এতে আপনার লোনে সুদের পরিমাণ অনেক কম হবে। আপনার আয় অনুযায়ী লোনের পরিমাণ কম হলে নতুন লোন কম সুদে পাওয়া যেতে পারে। ডেবট টু ইনকাম রেশিও বা DTI ৩৫ শতাংশের কম থাকলে আপনার নতুন লোন শোধ দেওয়ার ক্ষমতা ভালোর দিকে ইঙ্গিত করে। যদি নতুন কোনও বড় লোন নিতে চান তাহলে পুরোনো ছোটো ছোটো লোনগুলি শোধ করে দিতে পারেন।

উল্লেখ্য, বিভিন্ন আলাদা ব্যাঙ্ক NBFC-র সঙ্গে কথা বলে তাদের সুদের পরিমাণ যাচাই করে নিন। তাহলে আপনি অনেক ক্ষেত্রে অনেক কম সুদে লোন পেয়ে যেতে পারেন। বিভিন্ন সংস্থার সুদের পরিমাণ জানা থাকলে অন্য সংস্থার সঙ্গে আলোচনা ও দর কষাকষির ক্ষেত্রে আপনারই সুবিধা হবে। আপনার যতটুকু টাকার দরকার ততটাই লোনের জন্য অ্যাপ্লাই করুন। সংস্থাগুলি আপনাকে বড় অ্যামাউন্ট দেওয়ার অফার করলে, মনে রাখতে হবে যত বেশি আসলের পরিমাণ তত বেশি সুদ দিতে হবে আপনাকে। পার্সোনাল লোনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ১২-৩০ শতাংশের মধ্যে হয়। তবে চেষ্টা করবেন ক্রেডিট কার্ড দিয়ে ATM থেকে টাকা তুলবেন না। এতে সুদের পরিমাণ অনেক বেশি থাকে।

Leave a Reply

Your email address will not be published.