ষাটের দশকে ম্যাগাজিন বের করলেন সৌমিত্র, নাম ঠিক করলেন সত্যজিৎ
অভিযান, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে। সত্যজিৎ রায়ের সঙ্গে একের পর এক সিনেমা করেছেন। তবে শুধু পরিচালক-অভিনেতা সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এই রসায়ন। বারবার একাধিক ঘটনা সেই প্রমাণ দিয়ে যায়। ষাটের দশকে সেরকমই এক ঘটনা ঘটেছিল।
সৌমিত্র-সত্যজিৎ রায়ের সম্পর্কে কেমন ছিল তা নতুন করে আর বলার নেই। মনে হয়, সত্যজিত তার কাঙ্খিত চরিত্রগুলোকে সৌমিত্রের মধ্যে ভেঙে গড়ে ফের নতুন করে জীবন দিয়েছেন। একটা সময় তো সত্যজিত রায়ের থ্রি লেক টেম্পল রোডের বাড়িতে থাকা শুরু করেছিলেন সৌমিত্র। ১৯৬১ সাল। ঘটনাটা সেই সময়ের। সেবার একটি লিটল ম্যাগাজিন বের করার সিদ্ধান্ত নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সঙ্গী নির্মাল্য আচার্য। ঠিক হল, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দুই মাস অন্তর প্রকাশিত হবে এই সাময়িকী। কিন্তু এই ম্যাগাজিনের নাম কী হবে ? অগত্যা, সত্যজিৎ রায়কে তাঁর লিটল ম্যাগাজিনের একটি নাম ঠিক করার জন্য অনুরোধ করলেন সৌমিত্র। অপুর অনুরোধ ফেলতে পারেননি সত্যজিৎ। সাময়িকীর নাম দিলেন এক্ষণ।
তবে শুধু নামই দেননি, সাময়িকীর কভার পেজ ডিজাইন করে দেন সত্যজিৎ রায়। এরপর থেকে কভার পেজের ইলাস্ট্রেশনের কাজ তিনিই করতেন। পরের দিকে সৌমিত্র পত্রিকাটির সম্পাদনা ছেড়ে দেন। কিন্তু সত্যজিৎ রায় সেই কাজ চালিয়ে যেতে থাকেন। এই ম্যাগাজিনে সত্যজিৎ রায়ের অনেক চিত্রনাট্যও লেখা আকারে প্রকাশ হয়েছিল।