অন্যরকম

সাতপাকে না ঘুরলে আপনার বিয়ে আর বৈধ নয়!

সাতপাকে ঘোরা সম্পন্ন না হলে হিন্দু বিয়ে সম্পন্ন নয়। সম্প্রতি একটি ডিভোর্সের মামলায় এমনই মন্তব্য় করেছেন সুপ্রিম কোর্টের মহামান্য় বিচারপতি। শীর্ষ আদালত এই মামলায় জানিয়েছে, “হিন্দু বিয়ে কোনও নাচ-গান বা খাওয়া-দাওয়া করার অনুষ্ঠান নয়। সকলকে এর মাহাত্ম্য় বুঝে নেওয়া উচিত। হিন্দু বিয়ের কিছু নিয়ম-রীতি, যেমন পূণ্য় আগুনের সামনে সাতপাকে ঘোরার মতো অনুষ্ঠান না হলে হিন্দু ম্য়ারেজ অ্য়াক্টে বিবাহকে অবৈধ ঘোষণা করা উচিত।”
দু’জন কমার্শিয়াল পাইলটের ডিভোর্স মামলায় শীর্ষ আদালত দেশের সমস্ত যুবক-যুবতীদের উদ্দেশে এই মন্তব্য়গুলি করেছে। বিচারপতি আরও বলেছেন, “বিবাহের গুরুত্বের ব্য়াপারে ভালো করে জেনে, এর প্রতি দায়-দায়িত্ব সম্পর্কে অবহিত হয়ে নতুন প্রজন্মের উচিত বিবাহের কথা ভাবা। শুধু দেনা-পাওনা বা লেনদেনের সম্পর্ক নয় বিবাহ। এর মাধ্য়মে স্বামী-স্ত্রী হিসাবে দুটি মানুষ নতুন ভবিষ্য়তের কথা ভাবে এবং নতুন প্রাণের জন্ম দেয়। বিবাহ আমাদের দেশের সংষ্কৃতির অন্য়তম ভিত।”
প্রসঙ্গত, ঋগ বেদে বলা আছে, সপ্তপদী বা সাতপাকে বাঁধা অনুষ্ঠানে স্বামী-স্ত্রী একত্রে অগ্নিকে সাক্ষী মেনে সাতবার ঘুরবে। এরপর তাঁরা একত্রে বলবে, আজ থেকে আমরা সখা (সঙ্গী) হলাম। এই দায়িত্ব আমরা সারাজীবন পালন করব একত্রে। হিন্দু শাস্ত্রে স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনীও বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *