বিজ্ঞান-টেকচেক

ফাঁস হল Moto G Stylus (2025) এর ছবি! কি কি ফিচার যোগ হলো নতুন মডেলটিতে?

এবছরের মে মাসেই আমেরিকান কোম্পানী মটোরোলা তাদের নতুন মডেল Moto G Stylus (2024) বাছাই করা কিছু দেশে লঞ্চ করেছে। এর দুমাস পেরোতেই না পেরোতেই ইন্টারনেটে ফাঁস হলো মডেলটির 2025 এর ভার্সনের ছবি। মডেলটি পরের বছর লঞ্চ হওয়ার কথা। দেখে নেওয়া যাক কি কি জানা গেল ছবিটি থেকে :

ফাঁস হওয়া ছবিটিতে যে মোবাইলটি দেখা যাচ্ছে তার মডেল নম্বর Kansas XT251V। মডেল নম্বরে “25” সংখ্যাটি থাকার কারণে এটিকে Moto G Stylus (2025) মডেল বলে মনে করা হচ্ছে। ফোনটি ব্লু কালারওয়ে রঙে রয়েছে। এই নতুন ভার্সনে 2024 এ থাকা লেদার ফিনিশের বদলে গ্লসি ফিনিশ থাকতে দেখা যাচ্ছে। হাল্কা কিছু ডিজাইন বাদ দিলে ফোনটি তার পূর্বসূরির চেয়ে দেখতে তেমন কিছু আলাদা নয়। এই ফোনটিতেও রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে। ডুয়াল ক্যামেরা সেট আপ। এবং স্টাইলাস হোল্ডারটিও হ্যান্ডসেটের নিচের দিকেই থাকছে। পাওয়ার বাটনটিও আগের মডেলের মত ফোনের ডানদিকে থাকছে। যদিও ছবিটি থেকে ডিজাইন চারা আর কিছুই জানা যায় নি।

কি কি ফিচারস রয়েছে Moto G Stylus (2024) মডেলটিতে?

Moto G Stylus (2024) ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-inch full-HD+ pOLED ডিসপ্লে যেটি কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারা সুরক্ষিত। এছাড়াও রয়েছে Snapdragon 6 Gen 1 প্রসেসর সঙ্গে 8GB RAM ও 256GB স্টোরেজ। The phone ফোনটি Android 14-based Hello UI এর দ্বারা চলে।

ক্যামেরার দিক দিয়ে Moto G Stylus (2024) তে রয়েছে একটি 50 মেগা পিক্সেলের একটি প্রাইমারী রিয়ার সেন্সর, 13 মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার। আবার 32 মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে একটি 5,000mAh এর ব্যাটারি 30W ওয়ারড ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফোনটি ক্যারামেল লাটে ও স্কারলেট ওয়েভ রঙে পাওয়া যাচ্ছে। ফোনটিতে ভেগান লেদারের ফিনিশিং রয়েছে। একটি স্টাইলাস হোল্ডার হ্যান্ডসেটটির নিচের দিকে রাখা হয়েছে। এছাড়া ফোনটি IP52 রেটযুক্ত, যার মানে ফোনটিতে রয়েছে ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতা।

Moto G Stylus (2025) এর ভার্সনে এগুলি ছাড়াও মটোরোলা আরও আপগ্রেডেড ফিচার নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, Moto G Stylus (2024) ভারতে এখনও লঞ্চ হয়নি। মডেলটি আমেরিকা ও কানাডাতে $399.99 এ দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ৩৩,৬০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *