ফেসবুক, টুইটার এখন অতীত, সোশ্যাল মিডিয়ার নতুন স্টার ওনলিফ্যান্স
বর্তমান যুগে প্রত্যেকটি মানুষ এক বা একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন। এখন ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে অবসর সময় কাটানোর অন্যতম মাধ্যম। সম্প্রতি এমনই আরও একটি সোশ্যাল মিডিয়া সাইট ভাইরাল হয়েছে, যার নাম ওনলিফ্যান্স। মূলত সাইটটির পপুলার হওয়ার কারণ, এই প্ল্যাটফর্মে কোনও ধরনের বাধা নিষেধ সেই অর্থে নেই অর্থাৎ ইউজার কী পোস্ট করবে আর না করবে তার ব্যক্তিগত ব্যাপার। মূলত অ্যাডাল্ট কন্টেন্টের জন্য সংবাদ শিরোনামে আসে সাইটটি।
এক কথায় যদি বলতে হয় কেন এত পপুলার ওনলিফ্যান্স ? তাহলে উত্তর একটাই- অ্যাডাল্ট কন্টেন্ট। যখন সাইটটি প্রথম লঞ্চ হয় তখন তাদের প্রাথমিক লক্ষ্য ছিল কন্টেন্ট ক্রিয়েটররা যাতে কন্টেন্ট পিছু সাবস্ক্রিপশন আদায় করতে পারে। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট এই সাইটে বিনামূল্যে দেখা যায় না। সেখানে তাদের ফ্যান/ফলোয়ারদের কন্টেন্ট পিছু টাকা দিতে হয়। মূলত নূন্যতম ৫ ডলার থেকে সর্বোচ্চ ৫০ ডলার সাবস্ক্রিপশন চার্জ করে থাকে কন্টেন্ট ক্রিয়েটররা। তবে এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায়নি টুইটার এবং ইনস্টাগ্রামও, সম্প্রতি তারাও তাদের প্ল্যাটফর্মে এই সাবস্ক্রিপশন ফিচার নিয়ে এসেছে।
কিন্তু বাকিদের সঙ্গে ওনলিফ্যান্সের পার্থক্য কোথায় ? এখানে কন্টেন্ট ক্রিয়েটরদের কোনও বাধা নিষেধ নেই, তাদের ফ্যান/ ফলোয়াররা যেই ধরনের কন্টেন্টের ডিমান্ড করে থাকে তারা সেই ধরনের কন্টেন্ট পোস্ট করে থাকে। এক কথায় এখানে এক্সপ্লিসিট কন্টেন্টের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। শুধু কন্টেন্ট নয় এখানে সাবস্ক্রিপশনের মাধ্যমে ফ্যান/ফলোয়াররা তাদের পছন্দের ক্রিয়েটরদের সঙ্গে প্রাইভেট চ্যাটও করতে পারে।
এখন প্রশ্ন ওনলিফ্যান্সের এখানে লাভ কোথায় ? ক্রিয়েটররা সাবস্ক্রিপশন বাবদ যেই টাকা পেয়ে থাকে তার থেকে ২০% নিয়ে নেয় তারা। দ্বিতীয়ত ওনলিফ্যান্স তাদের নিজেদের কিছু প্রোডাক্ট, যেমন জামা-কাপড়, এক্সেসরিজ় অনলাইনে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে। নেহাত কম টাকা উপার্জন করে না ক্রিয়েটররাও। একজন অ্যাভারেজ কন্টেন্ট ক্রিয়েটর মাসে ১৫০-১৮০ ডলার উপার্জন করে থাকে। ১৫০০-এর বেশি কন্টেন্ট ক্রিয়েটর উপার্জন করে থাকে ১ মিলিয়ন ডলার। এবার নিশ্চই বুঝতে পারছেন কেন ফেসবুক-টুইটারকে টেক্কা দিয়ে এত পপুলার ওনলিফ্যান্স।