খেলাছবিঘর

বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার, শুধু খেলায় নয় রূপেও সম্মোহিত গোটা দুনিয়া

কলমে – শুভজিৎ গুহ রায়

সবাই বলে ফুটবল শুধু পুরুষদের খেলা, পেশী শক্তির খেলা। কিন্তু বর্তমান সময়ে গোটা বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়েছে মহিলা ফুটবল, প্রমাণ হয়েছে নারীরাও পারে। তেমনই একজন মহিলা ফুটবলার হলেন ক্রোয়েশিয়ার আনা মারিয়া মার্কোভিচ।

যিনি শুধু খেলায় নয়, গোটা ফুটবল বিশ্বকে সম্মোহিত করেছেন তাঁর রূপেও, পরিচিতি লাভ করেছেন “বিশ্বের সবচেয়ে সুন্দরী” ফুটবলার হিসেবে।

যদিও নিজের নামের পাশে “বিশ্বের সবচেয়ে সুন্দরী” ফুটবলারের তকমা নিয়ে গর্ববোধ করেন না তিনি। তাঁর কথায়, “আমি ফুটলার হিসেবেই পরিচিত হতে চাই। ভালো খেলোয়াড় হতে চাই। সুন্দরী ফুটবলার বললে ভালো লাগে, কিন্তু আমি তো দিনের শেষে একজন খেলোয়াড়।”

মার্কোভিচ ৯ নভেম্বর ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন ক্রোয়েশিয়ার স্প্লিট নামক শহরে। এরপর ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে চলে যান সুইজারল্যান্ডে, বেড়ে ওঠেন জুরিখে। ১৪ বছর বয়সে ফুটবল খেলার হাতেখড়ি সুইজারল্যান্ডেই। 

পেশাদার ফুটবলে তাঁর সফর শুরু হয় ২০১৭-২০১৮ মরশুমে। ফুটবল ক্লাব এফসি জুরিখে নাম লেখান তিনি। সেখানে অনূর্ধ্ব ২১ দলের হয়ে ২৭ ম্যাচে ৭ গোল রয়েছে তাঁর নামে।

এরপর ২০২০ সালে চলে যান সুইজারল্যান্ডের ক্লাব গ্রাসহোপারসে। সেখানে ইতিমধ্যেই ৫০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

গ্রাসহোপারসে খেলার সময়ই চোখে পড়েন ক্রোয়েশিয়া ফুটবল বোর্ডের কর্তাদের, ২০২১ সালে সুযোগ পান জাতীয় দলে। 

উল্লেখ্য, গতবছর নিজের পুরোনো দল এফসি জুরিখের বিরুদ্ধে খেলার সময় মারাত্মকভাবে চোট পান তিনি। বাধ্য হয়েই অনেকটা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়।

একটা সময় তাঁকে ক্রাচে ভর করে হাঁটতেও দেখা যায়। দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়া কাটিয়ে ফের মাঠে ফেরেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *