অপ্রতিরোধ্য বিরাট
অফ ফর্ম। সমালোচনা। এই শব্দগুলি পেরিয়ে এখন নিজের ব্যাট দিয়ে এক বিরাট ইতিহাস লেখার পথে ২২ গজের রাজা। কারণ চেনা ছন্দে কিং কোহলি। দীর্ঘ প্রতিক্ষার পর এশিয়া কাপে প্রত্যাবর্তন। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য ইনিংস। এমনকি শতরান দিয়েই বছরটা শেষ করেছিলেন। আর নতুন বছরের শুরুতেও সেই একই ছন্দে আধুনিক ক্রিকেটের হার না মানা, বদমেজাজি সেই মানুষটা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ফের চলল বিরাটের ব্যাট। ১১০ বলে করেন ১৬৬ রান। নট আউট থেকেই মাঠ ছাড়েন। আর গড়ে ফেলেন একাধিক রেকর্ড।
এই ১৬৬ রানের ইনিংসের সৌজন্যে ওয়ান ডে ক্রিকেটে কোহলির শতরানের সংখ্যা ৪৬টি। সচিনকে ছুঁতে বাকি আর মাত্র ৩টি শতরান।
প্রতিপক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি শতরানের নিরিখে সচিনকে পেরিয়ে গেলেন কোহলি। তিরুবনন্তপুরমে ১০ নম্বর শতরান করলেন।
ওয়ান ডে কেরিয়ারে রানের নিরিখে তালিকার ৫ নম্বরে উঠে এলেন। ১২,৭৫৪ রান করে টপকে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেকে।
উল্লেখ্য, ওয়ানডে ম্যাচে ঘরের মাঠে সচিনের শতরানের রেকর্ড ভাঙলেন বিরাট। বর্তমানে তাঁর সংগ্রহে সর্বোচ্চ ২১টি শতরান।