মাসে ১ লক্ষ টাকা ও বিনামূল্যে সমস্ত পরিষেবা, জেনে নিন সাংসদদের বেতন ও ভাতা
সদ্য সমাপ্ত হল লোকসভা নির্বাচন। এবার লোকসভার ২৯৩টি আসন দখল করেছে NDA। তবে চমকপ্রদ ফলাফল করে এগিয়েছে INDIA জোটও, তাদের প্রাপ্ত আসন ২৩২। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আর তারই সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন সদ্য নির্বাচিত সাংসদরাও। জানেন কি, সাংসদদের মাসিক বেতন কত ? কী কী সুবিধা ও ভাতা পান তাঁরা ?
বেতন
একজন সাংসদ প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন পান। এটা তাঁর মূল বেতন। মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার দৈনন্দিন খরচের কথা মাথায় রেখে ২০১৮ সাল থেকে এই নতুন বেতন কাঠামো চালু করা হয়।
নির্বাচনকেন্দ্রের জন্য বরাদ্দ অর্থ
নিজ নির্বাচনকেন্দ্রের দপ্তর ও নানা জায়গায় পরিভ্রমণের জন্য মাসে ৭০ হাজার টাকা পান একজন সাংসদ।
দপ্তরের খরচ
৬০ হাজার টাকা মেলে দপ্তর সংক্রান্ত খরচের জন্য। টেলি-যোগাযোগে নিযুক্ত কর্মীদের পারিশ্রমিকের পাশাপাশি নানা সামগ্রীর মূল্য বাবদ এই অর্থ বরাদ্দ করা হয়।
আরও পড়ুন : কোথায় ফিকে হয়ে গেল মোদির গ্যারান্টি ?
দৈনিক খরচ
সংসদের বিভিন্ন অধিবেশন ও কমিটির মিটিং চলাকালীন খাওয়া-থাকা সব নিয়ে প্রত্যহ ২ হাজার টাকা বরাদ্দ করা হয়।
ভ্রমণ ভাতা
প্রতিবছর ৩৪ টি বিমানযাত্রার পাশাপাশি থাকে প্রথম শ্রেণীতে রেলযাত্রার খরচ সম্পূর্ণ বিনামূল্যে। সঙ্গে পরিবার ও কাছের মানুষকেও নিয়ে যাওয়া যায়। গাড়ি করে গেলেও রাস্তা অনুযায়ী সেই খরচ পাওয়া যায়।
বাসভবনের বন্দোবস্ত
কার্য মেয়াদ চলাকালীন দেওয়া হয় বসবাসের বাংলো, ফ্ল্যাট কিংবা হস্টেল। যারা এই সুবিধা নেন না তাঁরা প্রতি মাসে ২ লক্ষ টাকা দাবি করতে পারেন।
বিনামূল্যে চিকিৎসার সুবিধা
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য যোজনা (CGHS)-র আওতায় বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে যান সাংসদ ও তাঁর পরিবার।
ফোন ও ইন্টারনেট
বার্ষিক ১ লক্ষ ৫০ হাজার ফোন কল করতে পারেন একজন সাংসদ । তাঁর বাসভবনে ও দপ্তরে থাকে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা।
জল ও বিদ্যুৎ
বিনামূল্যে ৫০ হাজার ইউনিট অবধি বিদ্যুতের সুবিধার পাশাপাশি বার্ষিক ৪ হাজার কিলোলিটার পানীয় জলের ব্যবস্থাও থাকে তাঁদের জন্য। এটি সম্পূর্ণ বিনামূল্যে।
পেনশন
প্রাক্তন সাংসদদের জন্য থাকে মাসে ২৫ হাজার টাকার পেনশন। মেয়াদের পর অতিরিক্ত বছরগুলিতে প্রতিমাসে ২ হাজার টাকা করে বেতনবৃদ্ধি করা হয়।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews