সাবধান ! ধীরে ধীরে জাল বিস্তার করছে করোনার নতুন ভ্যারিয়েন্ট
নতুন করে ছড়াচ্ছে করোনা ভাইরাস। এটি করোনার ওমিক্রন ভাইরাসের এক নতুন উপরূপ KP.২।বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন ফ্লার্ট (FLiRT)।
ভাইরাসটির আক্রমণে জর্জরিত গোটা অ্য়ামেরিকা। এবার মার্কিন মুলুকের গণ্ডি ছাড়িয়ে ফ্লার্ট ঢুকে পড়েছে আমাদের দেশেও। মহারাষ্ট্রেই প্রথম ধরা পড়ে এই ভাইরাসের সংক্রমণ। সেখানে আক্রান্ত ১৪০ জনের বেশি। এখন তা ছড়িয়েছে বেশ কয়েকটি রাজ্যে। বাদ নেই পশ্চিমবঙ্গও। ৩০ জনেরও বেশি আক্রান্ত ইতিমধ্যেই। এছাড়া গুজরাতে ২৩, রাজস্থানে ২১, ওড়িশাতে ১৭, উত্তরাখণ্ডে ১৬ এবং গোয়াতে আক্রান্তের সংখ্যা ১২ জন।
অতীতে করোনা সংক্রমণ বৃদ্ধিতে খুব বেশি সময় লাগেনি। চোখের নিমেষেই গ্রাস করেছিল গোটা পৃথিবীকে। তাই জেনে রাখা ভালো ফ্লার্টের লক্ষণগুলি।
ফ্লার্টের উপসর্গ :
১) সারা শরীরে যন্ত্রণা
২) নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া
৩) গলা ব্যথা ও কাশি হওয়া
৪) নাক দিয়ে জল পড়ার পাশাপাশি জ্বর
৫) ডায়েরিয়া ও বমি ভাব
এখনই আমাদের সমস্ত রকম সাবধানতা অবলম্বন করা উচিত। ভিড় এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, বাইরে থেকে ফিরে জামা কাপড় ধোওয়া, স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ ব্যবহার করার মতো বিভিন্ন রকমের অভ্যাসে ফিরতে হবে আবার। শরীরে কোনও অসুবিধা হলে বাড়িতে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama