খবর

গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্য়ায়

শেষমেশ ED-র হাতে গ্রেপ্তার রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। SSC দুর্নীতি নিয়ে কয়েকমাস ধরেই জোরকদমে তদন্ত শুরু হয়েছিল। চুনোপুটি থেকে শুরু করে রাঘব বোয়াল কাউকে তোয়াক্কা করেনি কেন্দ্রীয় সংস্থা। অবশেষে, শনিবারের সকালে গ্রেপ্তার করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

গতকাল দিনভর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালায় ED। প্রায় ২৭ ঘণ্টা ধরে তাঁর নাকতলার বাড়িতে ছিলেন ED-র আধিকারিকরা। চলতে থাকে ম্য়ারাথন জেরা। শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে চলতে থাকে জিজ্ঞাসাবাদ। এইসময় তিনি অসুস্থ হয়ে পড়েন বলেও জানা যায়। অন্যদিকে, পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ED। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি টাকা। ED সূত্রে খবর জিজ্ঞাসাবাদে তেমন একটা সাহায্য়ও করেননি তৃণমূলের মহাসচিব। শেষমেশ তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করা হয়েছে।

আদালত থেকে বেরোচ্ছেন মন্ত্রী

তবে এখানেই শেষ নয়। পার্থ চট্টোপাধ্য়ায়কে কোন পথে আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়েই বিস্তর জল্পনা শুরু হয়। নাকতলার বাড়ি থেকে মন্ত্রীকে সল্টলেকের CGO কমপ্লেক্স নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কয়েক মিনিট পরই জানা যায় তাঁকে সরাসরি আদালতে তোলা হবে। ঘণ্টা দেড়েক পর মন্ত্রীকে নিয়ে জোকার ESI হাসপাতালে পৌঁছান ED-র আধিকারিকরা।

মেডিকেল চেক-আপের জন্য SSKM-এ আনা হল পার্থ চট্টোপাধ্য়ায়কে

পরের দিকে আদালতে তোলা হয় মন্ত্রীকে। SSC নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রীকে ২ দিনের ED হেপাজতের নির্দেশ দেয় আদালত। সোমবার ফের MP-MLA আদালতে উঠবে মামলা। আপাতত, এমনই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *