কয়েক ঘণ্টা পর উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন ?
দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৬৯ দিনের মাথায় এবার ভোটের আবহেই প্রকাশিত হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBCHSE result 2024) । জানা গেছে, দুপুর ১ টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দুপুর ৩টে থেকে নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।
তবে এবার ফল ঘোষণার পর থেকেই মার্কশিট বা শংসাপত্র হাতে পাবে না পড়ুয়ারা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে থেকে মার্কশিট এবং শংসাপত্র পাওয়া যাবে। তারপর স্কুল থেকে পরীক্ষার্থীদের সেই মার্কশিট এবং শংসাপত্র দেওয়া হবে।
কীভাবে দেখবেন :
প্রথমে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট https://wbresults.nic.in/ -এ ঢুকতে হবে। এরপর হোমপেজে রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে পরীক্ষার্থীদের রোল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য জমা দিলেই দেখা যাবে রেজ়াল্ট।
প্রসঙ্গত, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama