খবরদেশ

বিপদ সীমার উপর দিয়ে বইছে যমুনা, প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ

ভারী বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। এবার দিল্লি। আর সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে যমুনার জলস্তর বৃদ্ধি। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে টানা বৃষ্টিও রাজধানীতে ভারী বৃষ্টির জেরে ক্রমেই জলস্তর বাড়ছে যমুনার। যা কার্যত অস্বস্তিতে ফেলেছে উত্তরপ্রদেশ ও দিল্লির পুলিশ-প্রশাসনকে।

প্রসঙ্গত, গতকাল দুপুরে হাতনি কুণ্ড ব্যারেজ থেকে ৩ লক্ষ ৫৯ হাজার কিউসেক জল ছাড়া হয়। এর জেরে দ্রুত জলস্তর বৃদ্ধি পায় যমুনার। পাশাপাশি পাথরালা, সোম ও অন্যান্য পাহাড়ি নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এগুলি যমুনার উপনদী। ফলে যমুনাতেও জলস্ফীতি দেখা গেছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, হাই ফ্লাড লেভেল হল ২০৭.৪৯ মিটার। আজ সকাল ৮ টায় যমুনার জলস্তর পৌঁছেছে ২০৭.২৫ মিটারে। যা যথেষ্ট চিন্তার বিষয়। বলাবাহুল্য, বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। এর জেরে পুরোনো যমুনা ব্রিজের উপর দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

মথুরার SSP শৈলেশ কুমার পান্ডে জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে যমুনার জলস্তর বেড়ে চলেছে। তবে নদী তীরবর্তী এলাকার সমস্ত পুলিশ স্টেশনকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নজরদারি চালানোর কথাও বলা হয়েছে। এছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ একাধিক দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হয়েছে। যদি কোথাও জল জমে বা অন্য কোনও সমস্যা হয়। তাহলে সেখান থেকে দ্রুত মানুষজনকে বের করে আনার জন্য তৎপর রয়েছে পুলিশ-প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *