উত্তরপ্রদেশে পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা করে আত্মঘাতী ব্যক্তি
নৃশংস এই ঘটনাটির কথা শুনে রীতিমতো গায়ে কাঁটা দেবে। নিজের মা, স্ত্রীর পাশাপাশি তিন সন্তানকে হত্যা করে শেষমেশ আত্মহত্যা করল ১ ব্যক্তি। উত্তরপ্রদেশের সীতাপুর এলাকার এক গ্রামের ঘটনা। বর্তমানে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
সীতাপুরের পালহাপুর গ্রামের বাসিন্দা ছিল অনুরাগ সিং (Anurag Singh)। স্থানীয়দের তরফে জানা গেছে, নেশাগ্রস্ত অনুরাগের মানসিক সমস্যাও ছিল। বলাবাহুল্য, রোজই নানা কারণে পারিবারিক অশান্তি লেগে থাকত। তবে তা এইরকম নৃশংস রূপ নেবে, কেউ ভাবতে পারেনি। সম্প্রতি তাকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো নিয়েও বাড়িতে ঝামেলা শুরু হয়েছিল। গতরাতে সেই ঝামেলা চরমে পৌঁছায়। রাগের বশে মাথায় হাতুড়ি মেরে স্ত্রীকে খুন করে অনুরাগ। এরপর মা’কেও গুলি করে। এখানেই শেষ নয়। নিজের ৩ সন্তানকে ছাদ থেকে ছুড়ে ফেলে হত্যা করে সে।
আরও পড়ুন : ৩ দিন ধরে লাগাতার ধর্ষণ, গরম লোহার রড দিয়ে কিশোরীর মুখে নিজের নাম লিখল যুবক
ঘটনার টের পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা। আর ঠিক সেইসময় মাথায় গুলি করে আত্মঘাতী হয় অনুরাগ। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama