খবরদেশ

মানুষ এমন সরকার নির্বাচন করবে, যারা দারিদ্র্যমুক্ত ভারত গড়ে তুলবে; ভোটদান শেষে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তৃতীয় দফার নির্বাচনে ( (Loksabha Election 2024)) সকাল থেকেই দারুণ সাড়া মিলছে গুজরাতে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। তা নিয়ে জনসাধারণ ও দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে। এর মাঝেই ভোটদানের পর বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “মানুষ এমন সরকার নির্বাচন করবে, যারা দারিদ্র্যমুক্ত ভারত গড়ে তুলবে।

আহমেদাবাদে ভোট দেওয়ার পর শাহর বক্তব্য “এত গরম থাকা সত্ত্বেও এপর্যন্ত গুজরাতে ভোটদানের হার চমকপ্রদ। মাত্র আড়াই ঘণ্টার মধ্যে প্রায় ২০ শতাংশ ভোটদান সম্পন্ন হয়েছে। আমার দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে সাধারণ মানুষ এমন একটি সরকারকে নির্বাচন করবে, যারা দেশকে স্থায়িত্ব, নিরাপত্তা ও সমৃদ্ধি দান করবে। দেশকে দারিদ্র্যমুক্ত করবে”।

এদিন তিনি আরও বলেন, “এই গণতন্ত্রের উৎসবে দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাই। সবাইকে আমার আবেদন আপনারা এই উৎসবে অংশ নিন ও নিজের নিজের ভোট দিন।”

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *