প্রয়াত অভিনেতা উদয়শংকর পাল
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা উদয়শংকর পাল। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।
নাটক দিয়ে শুরু। তিন দশক ধরে নিয়মিত অভিনয় করেছেন। অনীক দত্তের প্রতিটি ছবিতেই তাঁকে দেখা যায়। তবে নজর কাড়ে ভূতের ভবিষ্যতের আত্মারাম। রয়্যাল বেঙ্গল রহস্য, চতুষ্কোণ, আশ্চর্য প্রদীপ সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন পরিচালক অনীক দত্ত, সহ অভিনেতা সুমিত সমাদ্দার সহ অন্যরা।