ধুলোঝড়ে বিধ্বস্ত দিল্লি, মৃত ২; আহত ২৩
গতরাতে মাত্র কয়েক মিনিটের ধুলোঝড়ে কার্যত তছনছ দিল্লির বিস্তীর্ণ এলাকা। রাস্তার হোর্ডিং ভেঙে পড়া থেকে শুরু করে গাছ উপড়ে,বিদ্যুতের খুঁটি পড়ে ব্যাহত জনজীবন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২ জনের। আহত ২৩ জন।
আরও পড়ুন : অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
জানা গেছে, গতকাল রাত পৌনে দশটার দিকে দিল্লি ও আশপাশের অঞ্চলে ধেয়ে আসে ধুলোঝড়। গতিবেগ ছিল ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। মাত্র কয়েক মিনিট স্থায়ী হলেও ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ প্রান্তর। কোথাও গাছ ভেঙে পড়েছে। কোথাও রাস্তার পাশে থাকা বড় বড় হোর্ডিং ভেঙে পড়েছে। কোথাও আবার পার্কিংয়ে রাখা গাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজ়িয়াবাদ, ইন্দিরাপুরম, ছাপরাউলা, নয়ডা, দাদরি সহ একাধিক এলাকায় তাণ্ডব চালিয়েছে এই ধুলোঝড়।
ঝড়ের জেরে ২ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ২৩ জন। ইতিমধ্য়েই তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঝড়ের জেরে বেশ কয়েকটি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। উল্লেখ্য, আজ একইরকম ঝড়ের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আর তা নিয়েই উদ্বেগে রয়েছে দিল্লিবাসী।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama