কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী
চতুর্থ দফার ভোট সবে শুরু হয়েছে। তার আগেই গতরাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ১ তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। ঘটনায় CPI(M)-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও তা অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন বাম নেতৃত্ব।
জানা গেছে, চেঁচুড়ি গ্রামের বাসিন্দা মিন্টু শেখ গতকাল রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেইসময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে জখম হন মিন্টু এবং পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপানো হয়। এনিয়ে মৃতের স্ত্রী তুহিনা খাতুনের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে তাঁর স্বামী খুন হয়েছেন।
আরও পড়ুন : দুর্গাপুরে BJP বিধায়ককে ধাক্কা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পাল্টা অভিযোগে সরব তৃণমূল। তাদের কথায় এই খুনের সঙ্গে জড়িত CPI(M)। এনিয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, ” CPI(M)-র হার্মাদবাহিনী এখন BJP-র ছত্রছায়ায় এসে খুন করছে।” ঘটনায় এপর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় আপাতত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama