আর জি কর কাণ্ড : পিছিয়ে গেল দুটি বাংলা ছবির মুক্তির দিন
আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারা দেশ। পথে নেমেছেন ৮ থেকে ৮০। আর এই উত্তপ্ত পরিস্থিতির জেরে পিছিয়ে গেল শাশ্বত চট্টোপাধ্যায়ের “জমালয়ে জীবন্ত ভানু” ও পরমব্রত চট্টোপাধ্যায়ের “এই রাত তোমার আমার” ছবির মুক্তির দিন।
গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের দেহ মেলে। পরে জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর থেকেই প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল গোটা দেশ। কর্মবিরতি, বনধ, মিছিলের জেরে বিপর্যস্ত জনজীবন। আর এর প্রভাব পড়েছে টলিপাড়াতেও। এইসময়ে মুক্তি পাওয়া সৃজিত মুখার্জির “পদাতিক” ও রাজ চক্রবর্তীর “বাবলি” ছবি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে।। পাশাপাশি ক্ষোভের মুখে পড়েছেন বাংলা সিনেমার কলা-কুশলীরা। কাউকে প্রতিবাদে শামিল হওয়ার জন্য ট্রোল হতে হচ্ছে আবার কাউকে না আসার জন্য।
সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হল একাধিক ছবির রিলিজ। ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত “জমালায়ে জীবন্ত ভানু” ও পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অঞ্জন দত্ত ও অপর্ণা সেনের “এই রাত তোমার আমার”। কিন্তু আপাতত পিছিয়ে দেওয়া হল রিলিজ ডেট। নতুন করে কোনও তারিখ ঠিক হয়নি। আপাতত #জাস্টিস ফর তিলোত্তমাই সবার আগে।