রাজ্য

তৃতীয় দফায় অশান্ত দক্ষিণ মালদা, BJP-র মহিলা এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

তৃতীয় দফায় ভোট শুরু হতেই উত্তপ্ত মালদা। গেরুয়া শিবিরের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি তৃণমূল ও রাজ্য পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বললেন, “বুথ থেকে BJP- র মহিলা এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।”

BJP-র একাংশের তরফে জানানো হয়েছে, মালদার ইংরেজবাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে ৯১ নম্বর বুথে তাদের মহিলা এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। রীতিমতো ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছে। পরে এনিয়ে অভিযোগে সরব হন সেখানকার পদ্মশিবিরের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি। পাশাপাশি তিনি পুলিশকে নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন। বলেন,”ওই বুথের ডিউটিতে থাকা একজন রাজ্য পুলিশকর্মী না কি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং নিজের নির্বাচনী কর্তব্য ঠিক করে পালন করছে না।”

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী আরও জানান, তাঁদের মহিলা এজেন্ট সন্ধ্যা রায়কে প্রথমে এখানে ঢুকতে দেওয়া হয়নি । এলাকায় কোনও মহিলা পুলিশ ছিল না। অভিযোগ পাওয়ার পর তিনি নিজে বুথে এসে মহিলা এজেন্টকে ভিতরে বসিয়ে দিয়ে আসেন। তিনি দেখেন, উর্দিধারী এক পুলিশ কর্মীকে ভোটারদের সঙ্গে কথা বলে তাদের প্রভাবিত করছে । যেখানে ওই পুলিশ কর্মী দাঁড়িয়েছিল সেই রাস্তা নাকি ভোটাদের যাতায়াতের রাস্তা ।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *