গোড়ালিতে চোট, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া
রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। শুরু থেকেই রোহিত-বিরাটদের দুরন্ত পারফরম্যান্সের জেরে ইতিমধ্যেই বিশ্বকাপ পাওয়ার আশায় বুক বেঁধেছে দেশবাসী। আর এর মাঝেই খারাপ খবর। গোড়ালিতে চোটের জেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান হার্দিক। বাঁ গোড়়ালিতে চোটের জেরে সেই ম্যাচে আর খেলতে পারেননি। পরে স্ক্যান করা হয়। আশা করা হচ্ছিল, দু-একটি ম্যাচের পর ফের চেনা ছন্দে দেখা যাবে তাকে। কিন্তু ম্যাচের পর ম্যাচ পেরিয়েছে। আর সেই আশাও ক্ষীণ হয়ে গেছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ম্যাচের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাকে নামতে দেখা যায়নি। সূত্রে খবর, কলকাতাতেও অনুপস্থিত হার্দিক। এবার সেই আশঙ্কাই সত্যি হল। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই স্টার অলরাউন্ডার।
হার্দিকের পরিবর্ত হিসেবে প্রসিধ কৃষ্ণার নাম ঘোষণা করা হয়েছে। তবে তিনি খেলবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। বিগত তিন ম্যাচে পেসার, স্পিনিং অলরাউন্ডার আর ছয় ব্যাটারকে নিয়ে একটি মজবুত দল তৈরি করে ফেলেছেন রোহিত। তাই পরিবর্তন করার খুব একটা সম্ভাবনা নেই। আপাতত সময়ের অপেক্ষা। বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।