চাকরির দাবিতে ধরনায় যোগ্যরা! সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা SSC-র
ধরনায় বসতে চলেছেন চাকরিচ্যুতদের একাংশ। মঙ্গলবার সকাল থেকেই শহিদ মিনার এলাকায় তাঁরা জমায়েত শুরু করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালের SSC-র নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ফলে চাকরিহারা হয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। এরপরই অসন্তোষ দেখা দিয়েছেন যোগ্য প্রার্থীদের মধ্যে। তাঁদের বক্তব্য, অবৈধভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের জন্য কেন সকলকে ভুগতে হবে?
সূত্রের খবর, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করেছেন চাকরিচ্যুতরা। স্কুল সার্ভিস কমিশন বা SSC-র তরফে শীর্ষ আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে। SSC-র চেয়ারম্যান বলেন, ‘পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। তাহলে কেন প্রায় ২৬ হাজার জনের চাকরি যাবে?’
উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বর রিশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের SSC-র শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে। এছাড়া ৪ সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছে।