তেলাঙ্গানায় পথ দুর্ঘটনায় মৃত ৬
তেলাঙ্গানার কোডাডা শহরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ শিশুকন্যা সহ মোট ছ’জনের। আহত হয়েছেন আরও ৪ জন। তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। জানা গেছে, প্রত্যেকেই হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন।
গাড়িতে করে হায়দ্রাবাদ থেকে বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছিলেন ১০ জন। আজ ভোরের দিকে কোডাডা থানা এলাকার দু্র্গাপরম রোডে দাঁড়িয়ে থাকা লরির পিছনে গাড়িটি ধাক্কা মারে। আর এর জেরেই মৃত্যু হয় ৬ জনের এবং আহত হয়েছেন ৪ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মেরামতির কাজের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে ওই গাড়ি।
বর্তমানে লরির চালককে পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।