শুভমনের ডাবল সেঞ্চুরি, গড়লেন একাধিক রেকর্ড
শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করার পরেও ভিতরে কোথাও যেন একটা খিদে থেকে গেছিল। বড় ইনিংস পাওয়ার একটা সুপ্ত ইচ্ছে ছিল। হায়দরাবাদের ২২ গজে সেই ইচ্ছেই পূরণ হল। ব্যাট হাতে বুঝিয়ে দিলেন তিনি কতটা বদ্ধ পরিকর। আগামীদিনে নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চান, এই মারকুটে ইনিংস যেন সেই ইঙ্গিত দিল। শুভমন গিল (Shubman Gill)। কিউয়ি বোলারদের যেন একা হাতেই শেষ করে দিলেন। ১৪৯ বলে করলেন ২০৮ রান।
ম্যাচের শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন। মাঝে একদিকে উইকেট পড়তে থাকায় হয়তো একটু বুঝেশুনে খেলতে হয়েছে। তবে নিয়তি বোধহয় অন্য পরিকল্পনা করে রেখেছিল। বিশেষ করে শেষের ওভারের সেই ছয়গুলো নিশ্চিত করে দিয়েছিল শুভমনের প্রথম দ্বিশতরান।
উল্লেখ্য়, এই ম্যাচের মধ্য় দিয়ে একাধিক রেকর্ড গড়লেন এই ভারতীয় তরুণ ওপেনার। ২৩ বছর বয়সে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন গিল। সচিন, সেওয়াগ, রোহিত ও ঈষাণ কিষানের পর পঞ্চম ভারতীয় হিসেবে ২০০ রান করলেন তিনি।
এখানেই শেষ নয়। এই দ্বিশত রানের সুবাদেই ভারতীয় হিসেবে একদিনের ম্য়াচে দ্রুততম হাজার রান করেন। ১৯ টি ইনিংসে ১,০০০ রান সম্পূর্ণ করলেন। এর আগে বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল।
বলাবাহুল্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে এটাই কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। লকি ফার্গুসনকে পরপর তিনটি ছয় মেরে এই দুরন্ত ডাবল হান্ড্রেড পূর্ণ করেন তিনি।
এই অপ্রতিরোধ্য় ইনিংসের মধ্য দিয়ে সচিন তেন্ডুলকরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৬ রানের রেকর্ডও ভেঙে দিলেন শুভমন।