খবরটলিপাড়াবলি-হলি

R G Kar কাণ্ডের প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল

অরিজিৎ সিংয়ের পর এবার R G Kar কাণ্ডের প্রতিবাদে সরব হলেন শ্রেয়া ঘোষাল। সেপ্টেম্বরের ১৪ তারিখ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলা কনসার্ট পিছিয়ে দিলেন তিনি। তাঁর অল হার্টস ট্যুরের অন্তর্গত ছিল এই কনসার্ট। সমাজ মাধ্যম X-এ বিষয়টি জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন শ্রেয়া।

পোস্টে তিনি জানিয়েছেন, “সম্প্রতি কলকাতায় ঘটা ঘৃণ্য ও নৃশংস ঘটনায় আমি গভীরভাবে প্রভাবিত। নিজে একজন মেয়ে হয়ে নির্যাতিতাকে কি পরিমান অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা ভেবেই আমি শিউরে উঠছি।”

তার সঙ্গেই তিনি যে এই আন্দোলনের পাশে আছেন তাও জানিয়েছেন, “আমরা সবাই এই কনসার্টটির জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এই মুহূর্তে এই আন্দোলনের পাশে দাঁড়ানোই আমার জন্য সবচেয়ে বেশী জরুরী। শুধুমাত্র ভারতে নয় বরং গোটা বিশ্বে মহিলাদের সম্মান ও সুরক্ষার জন্য আমি প্রার্থনা করি। আশা করি আমার বন্ধু ও ভক্তেরা এই সিদ্ধান্তে আমাদের পাশে থাকবেন।”

তাঁর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তার অনুরাগীরা।

উল্লেখ্য, ৯ আগস্ট R G Kar হাসপাতালে কর্মরত অবস্থায় এক জুনিয়র তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল সারা বাংলা। জুনিয়র ডাক্তাররা শুরু করলেও একে একে এই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে বাংলা ছাড়িয়ে সারা দেশে ও পৃথিবীতে। প্রতিবাদে সরব হয়েছেন শিল্পীরা। সম্প্রতি, এই ঘটনার প্রতিবাদে অরিজিৎ সিংয়ের গাওয়া “আর কবে” গানটি আন্দোলনের কণ্ঠ হয়ে উঠেছে। এরই মধ্যে শ্রেয়া ঘোষালের মতো শিল্পীর প্রতিবাদ আন্দোলনকে নয়া মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *