ক্রিকেটকে বিদায় গব্বরের
ভারতের হয়ে জীবনের প্রথম ম্যাচ শূন্য় দিয়ে শুরু। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালির সেই অনবদ্য ইনিংস। আজও ক্রিকেটপ্রেমীদের বুকে ঝড় তোলে। দেখতে দেখতে নিজের অসাধারণ ব্যাটিং, সাহসী দৃষ্টিভঙ্গি আর রাজকীয় মেজাজের দৌলতে ভারতীয় টিমের গব্বর হয়ে ওঠেন তিনি। কিন্তু আর আন্তর্জাতিক স্তরের ২২ গজে ব্যাট হাতে দেখা যাবে না গব্বরকে। গোঁফে তা দিয়ে কারও মুখে শোনা যাবে না বিরোধী বধের হুঙ্কার। কারণ এবার থামার সময় এসেছে। ক্রিকেট থেকে অবসর নিলেন শিখর ধাওয়ান।
আন্তর্জাতিক ও ঘরোয়া সবধরনের ক্রিকেটে থেকেই বিদায় নিচ্ছেন তিনি। সেওয়াগ পরবর্তী ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার শিখর শনিবার X হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে জানান অবসর নেওয়ার কথা। বলেন, “জীবনের একটাই লক্ষ্য ছিল ভারতের হয়ে খেলা। তা পূরণ হয়েছে। এজন্য আমি অনেকের কাছে কৃতজ্ঞ। প্রথমে আমার পরিবার,তারপর ছোটবেলার কোচ তারিক সিনহা ও মদন শর্মা সকলের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানাব আমার দলকে ও আমার সতীর্থদের। এদের মাঝে আমি আরও একটি পরিবার পেয়েছি,নাম পেয়েছি আর ভালোবাসা পেয়েছি।”
শিখর কীর্তি :
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ শিখর ধাওয়ানের। তারপর যাত্রা শুরু।
৩৪ টি টেস্ট ম্যাচে ৪০.৬ গড়ে তাঁর মোট সংগ্রহ ২৩১৫ রান।
১৬৭ টি ওয়ানডে ম্যাচে ৪৪.১ গড়ে মোট সংগ্রহ ৬৭৯৩ রান।
৬৮টি T20 ম্যাচে ২৭.৯ গড়ে মোট সংগ্রহ ১৭৫৯ রান।
ঝুলিতে রয়েছে ১০,০০০-এর বেশি রান ও ২৪ টি সেঞ্চুরি। এর মধ্য়ে ১৭টি একদিনের ক্রিকেটে ও ৭ টি টেস্ট ক্রিকেটে।
২০১৩ ও ২০১৭ সালের দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ম্যান অফ দি সিরিজ হন তিনি।
২০২২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে এক দিনের সিরিজে শেষবার মাঠে নামেন।
শিখরের কাছ থেকে এই বিদায় সংবাদ পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর একসময়ের সতীর্থ বিরাট কোহলি, রোহিত শর্মারা। গব্বরকে শুভেচ্ছা জানিয়েছেন সেওয়াগ-গম্ভীর সকলেই।