খবরটলিপাড়া

মুক্তি পেল শিবপ্রসাদ মুখার্জীর প্রতীক্ষিত সিনেমা “বহুরূপী”র টিজার

সম্প্রতি মুক্তি পেল শিবপ্রসাদ মুখার্জীর প্রতীক্ষিত সিনেমা “বহুরূপী”র টিজার। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আবির চ্যাটার্জি , ঋতাভরী চক্রবর্তী , কৌশানি মুখার্জি, শিবপ্রসাদ মুখার্জিকে।

টিজার এ শিবপ্রসাদ ও আবির মুখোমুখি। রক্তবীজের মত এখানেও একজন পুলিশ অফিসারের ভূমিকায় আবির চট্টোপাধ্যায়। ছবিতে দেখা যাবে শিবপ্রসাদ ও আবিরের চরিত্রগুলির মধ্যে দ্বন্দ্ব। টিজার দেখেই মনে হচ্ছে ছবিতে থাকবে দুরন্ত অ্যাকশন। চেনাই যাচ্ছে না শিবপ্রসাদ মুখার্জিকে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেছেন তিনি। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী। শিবপ্রসাদ মুখার্জির মতোই এক্কেবারে অন্য রূপে দেখা যাবে কৌশানিকেও।

উইন্ডোজ সূত্রে জানা যাচ্ছে সত্যঘটনা অবলম্বনে তৈরী হয়েছে এই ছবির কাহিনী। ১৯৯৮ থেকে ২০০৫ সালের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে করে তৈরী হয়েছে এই ছবি। চলতি বছর পুজোয় মুক্তি পাচ্ছে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *