খবরবিজ্ঞান-টেকচেক

Galaxy A55 ও A35-এ বিশেষ ছাড় Samsung-এর, দাম শুরু ২৫,৯৯৯ থেকে

Samsung Galaxy A55 ও Galaxy A35 ফোনগুলিতে বিশেষ ছাড় ঘোষণা সাউথ কোরিয়ার কোম্পানি sumsung এর। সীমিত সময়ের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ডিসকাউন্ট। ব্যাঙ্ক ক্যাশব্যাক হিসাবে বা পুরানো Samsung স্মার্টফোন থেকে আপগ্রেড করলে আপগ্রেড বোনাস হিসাবে ডিসকাউন্টটি পাওয়া যাবে। Samsung Galaxy A35 কিনলে পাচ্ছেন ৫০০০ টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং Samsung Galaxy A55 তে থাকবে ৬০০০ টাকা ক্যাশব্যাক। 8GB RAM ও 128GB ভ্যারিয়েন্টের ফোনগুলিতেই থাকছে এই ছাড়। ছাড় বাদে Samsung Galaxy A55 মডেলটির দাম থাকছে ৩৫,৯৯৯ টাকা এবং Galaxy A35 র দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা।

চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচারস রয়েছে ফোনগুলিতে:

Galaxy A55 ও Galaxy A35 দুটি ফোনেই রয়েছে 6.6 ইঞ্চি full-HD+ (1,080×2,408 pixels) Super AMOLED ডিসপ্লে সঙ্গে থাকছে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট যার ব্রাইটনেস সর্বোচ্চ 1,000 নিট অব্দি। Samsung Galaxy A55 মডেলটিতে Exynos 1480 SoC প্রসেসর যেটি 4nm প্রসেস টেকনোলজি দিয়ে তৈরী। সঙ্গে রয়েছে 12GB পর্যন্ত RAM ও 256GB অব্দি স্টোরেজ।

অন্যদিকে, Galaxy A35 মডেলটিতে রয়েছে Exynos 1380 চিপসেট যেটি 5nm প্রসেস টেকনোলজি দিয়ে তৈরী। যার সঙ্গে রয়েছে 8GB RAM ও 256GB পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ।

ক্যামেরার দিক দিয়ে Galaxy A55 ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সঙ্গে অটো ফোকাস, 12 মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটি তৃতীয় একটি ক্যামেরা। সামনের 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা OIS ও অটো ফোকাসের সুবিধার সঙ্গে এবং একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সামনের দিকে রয়েছে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Galaxy A55 ফোনগুলি পাওয়া যাবে অওসাম লাইল্যাক, অওসাম আইস ব্লু এবং অওসাম নেভি রঙে। আবার Galaxy A35 ফোনগুলি পাওয়া যাবে অওসাম আইস ব্লু এবং অওসাম নেভি কালারওয়েজ রঙে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *