নিউইয়র্কে লেখক সলমন রুশদির উপর হামলা
সবেমাত্র মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন বুকারজয়ী লেখক সলমন রুশদি। ঠিক তখনই এক দুষ্কৃতী ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এর জেরে গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি লেখককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিউইয়র্ক পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকে।
প্রত্য়ক্ষদর্শীদের কথায়, নিউইয়র্কের এক ইনস্টিটিউশনে আমন্ত্রণ জানানো হয়েছিল রুশদিকে। যথাসময়ে তিনি মঞ্চে ওঠেন। এমন সময় তাঁর উপর হামলা চালায় এক দুষ্কৃতী। ছুরির আঘাতে মঞ্চে লুটিয়ে পড়েন রুশদি। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন তিনি। এদিকে তড়িঘড়ি প্রেক্ষাগৃহ খালি করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় হামলকারীকে। আপাতত পুলিশি হেপাজতে রয়েছে ওই হামলাকারী। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, জনপ্রিয় উপন্যাস মিডনাইটস চিলড্রেনের লেখককে নিয়ে বারবার বিতর্ক দানা বেঁধেছে। দা স্যাটানিক ভার্সেস। তাঁর এই সৃষ্টিকে কেন্দ্র করেই সমগ্র বিশ্বে সাড়া পড়ে যায়। নানা ধর্মীয় সংগঠনের তরফে বিক্ষোভ শুরু হয়। ইরানের তরফে রুশদির মৃত্যুর ফতোয়া জারি করা হয়। এমনকি মার্কিন ডলারে ধার্য হয় তাঁর মাথার দাম। একসময় সেই ফতোয়া প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু আজকের ঘটনার জেরে ফের সেই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে। আপাতত, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ।