খবরখেলা

Rinku Singh: মিশন সাকসেসফুল! বিরাটের থেকে ব্যাট নিয়েই ছাড়লেন নাছোড় রিঙ্কু

কথায় আছে সবুরে মেওয়া ফলে। তেমনই অপেক্ষার পর, অবশেষে ইচ্ছে পূরণ হল রিঙ্কুর (Rinku Singh)। কিং কোহলির (Virat Kohli) থেকে ব্যাট নিয়েই ছাড়লেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে বিরাটের কাছে ব্যাটের জন্য আবদার করতে দেখা গিয়েছিল তাঁকে। আর সেই লক্ষ্যে সফল হয়েই খুশি রিঙ্কু সিং। এই নিয়ে দ্বিতীয়বার KKR-র তারকা ব্যাটারকে ব্যাট উপহার দিলেন ভিকে।

গত ২৯ মার্চ বেঙ্গালুরুতে RCB-র বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল নাইটরা। সেই ম্যাচের পরে রিঙ্কুকে নিজের একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট। কিন্তু পরে অনুশীলন করার সময় সেই ব্যাট ভেঙে যাওয়ায় কোহলির দ্বারস্থ হতে দেখা গিয়েছিল তাঁকে। মজার সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইডেনে ড্রেসিং রুমের সামনে বিরাটের কাছে গিয়ে রিঙ্কু বলছেন “স্পিনারের বিরুদ্ধে খেলতে গিয়ে তাঁর দেওয়া ব্যাটটি ভেঙে গিয়েছে।” উত্তরে কোহলি বলেন, “আমি তাতে কী করব?” তারপরেই রিঙ্কুকে বিরাটের দুটি ব্যাট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গেছে। পরে আবার সেই ব্যাট দুটি ভিকেকে ফিরিয়েও দেন তিনি। যেতে যেতে কোহলি বলেন, “দুই ম্যাচে দুটি ব্যাট দিয়ে দিলে পরে আমি নিজেই সমস্যায় পড়ে যাব।” তখন রিঙ্কু প্রতিজ্ঞা করে বলেন, “আর কখনও ব্যাট ভাঙবেন না তিনি।”

বৃহস্পতিবার, KKR-র তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে একজন ফ্যান রিঙ্কুকে প্রশ্ন করছেন, “রিঙ্কু ভাই ব্যাট পেয়েছেন?” তখন হাসি মুখে বিরাটের দেওয়া ব্যাটটি দেখিয়ে তিনি বলেন, “হ্যাঁ পেয়েছি।” অবশেষে নাছোড় রিঙ্কু কোহলির থেকে ব্যাট নিয়েই ছাড়লেন।

এই মুহূর্তে, ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ সন্ধ্যায় ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নামতে চলেছেন রাসেল-নারিনরা। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধেয় হায়দ্রাবাদকে হারিয়ে মরশুমের দ্বিতীয় জয় পেল বেঙ্গালুরু। ৯ ম্যাচে তাঁদের সংগ্রহ ৪ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *