বিচারের অপেক্ষায় অভয়া, সিবিআই ও রাজ্যের প্রশ্নোত্তরেই কেটে গেল সময়
তিলোত্তমার রাজপথ থেকে বিশ্বের নানা প্রান্তে এখন একটাই দাবি – ‘জাস্টিস ফর আর জি কর’। সেই সূত্রেই অভয়ার বিচার পেতে সোমবার সকাল থেকে সবাই তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টের দিকে। কিন্তু এদিনও মামলার কোনও সুরাহা হল না। গোটা ঘটনার তদন্তে একাধিক অসঙ্গতি নিয়ে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। আর সিবিআই ও রাজ্যের প্রশ্নোত্তরেই কেটে গেল সময়। আবারও অপেক্ষায় থেকে গেল অভয়ার ন্যায়বিচার।
প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার শুনানিতে এদিন একাধিক প্রশ্ন ও সংশয়ই যেন প্রাপ্তি –
মৃত মহিলা চিকিৎসকের দেহের সঠিক ময়নাতদন্ত হয়েছিল কি ? নির্যাতিতার পোশাক কি ডাক্তারকে দেওয়া হয়েছিল? ময়নাতদন্ত সন্ধ্যা ৬টার পর করা হয়েছিল। যা নিয়েও ধন্ধ রয়েছে।
ময়নাতদন্তের রিপোর্টটি কখন বানানো হয়েছিল, সেই সময়ের কথাও উল্লেখ নেই রিপোর্টে।
ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি কে করেছিলেন? কোনও তথ্য নেই।
এফআইএর রেজিস্টারে এত দেরি হল কেন ?
সার্চ এবং সিজার কখন হয়?
কখন হয় জেনারেল ডায়েরি?
আদালতের নির্দেশ –
মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে বিক্ষোভরত পড়ুয়াদের কাজে যোগ দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে রাজ্য সরকার।
সিবিআইকে আগামী মঙ্গলবার ফের একটি স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে।