পুজোয় বিদেশ ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? আন্তর্জাতিক রোমিং রিচার্জে জিও নিয়ে এলো নতুন সম্ভার
বিদেশ ভ্রমণকারীদের জন্য সুখবর নিয়ে এল রিলায়েন্স জিও। কানাডা, ইউরোপ, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব এমিরেটস (UAE) এর মতো জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলির জন্য জিও নিয়ে এল আন্তর্জাতিক রোমিং রিচার্জের বিশেষ সম্ভার। পরিষেবাগুলির মধ্যে পাওয়া যাবে ৩০ দিন পর্যন্ত একাধিক ভ্যালিডিটির রিচার্জের সুবিধা। ফলে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো রিচার্জ প্ল্যান বেছে নিতে পারবেন। উপরন্তু, ইউরোপ এবং ক্যারিবিয়ান অঞ্চলে তার রোমিং রিচার্জের সঙ্গে পেয়ে যাচ্ছেন বিনামূল্যে ইন-ফ্লাইট সুবিধাগুলিও। এছাড়া ৩২ টি আন্তর্জাতিক গন্তব্যে পে গো (pay as you go) রেটেও জিও দিচ্ছে ৫০ শতাংশ ছাড়।
বিভিন্ন দেশের আন্তর্জাতিক রোমিং রিচার্জ প্ল্যান ও দাম
জিও ব্যবহারকারী যারা সংযুক্ত আরব এমিরেটস, কানাডা, থাইল্যান্ড এবং সৌদি আরব ঘুরতে যাবেন তাদের জন্য আনলিমিটেড ইনকামিং sms থাকবে। এছাড়া, যেকোনো দেশ থেকেই ইনকামিং কল এবং wifi কলের সুবিধা থাকবে। এছাড়াও ভারতে এবং নির্দিষ্ট দেশের আসে পাশেও কল করার সুবিধা থাকবে। এই সব দেশের রিচার্জ প্যাকগুলিতে ফেয়ার উসেজ পলিসি অনুযায়ী 64 kbps পর্যন্ত হাই স্পিড ডাটা পাওয়া যাবে।
Reliance Jio ব্যবহারকারী যারা ক্যারিবিয়ান অঞ্চলে ঘুরতে যাচ্ছেন, তারা জিওর ইন-ফ্লাইট সুবিধাগুলি পেয়ে যাবেন ৩,৮৭১ টাকার রিচার্জ প্ল্যানে। UAE র জন্য প্যাকগুলি শুরু হচ্ছে ৮৯৮ টাকা থেকে। যার মধ্যে থাকছে ১০০ মিনিট আউটগোয়িং এবং ইনকামিং কল, ১ জিবি হাই স্পিড ডাটা, ১০০ টি sms, এবং সাত দিনের validity। একই সঙ্গে কানাডা, থাইল্যান্ড, এবং সৌদি আরবের রিচার্জ প্যাকগুলি শুরু হচ্ছে যথাক্রমে ১,৬৯১, ১,৫৫১, এবং ৮৯১ টাকা থেকে।
যদিও, রিলায়েন্স জিওর দেওয়া তথ্য অনুযায়ী আউটগোয়িং লোকাল এবং রেস্ট-অফ-দ্য-ওয়ার্ল্ড (ROW) কল এবং Wi-Fi এর মাধ্যমে করা SMS করার সুবিধা এর IR প্যাকগুলিতে থাকবে না।