একাধিক জেলায় জারি তীব্র তাপপ্রবাহ, চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী
আপাতত কমছে না এই অস্বস্তিকর গরম। উল্টে তীব্র তাপপ্রবাহ জারি থাকবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আগামী কয়েকদিনের মধ্যে কালবৈশাখীর কোনও দেখা নেই। আজ এমনই জানাল আলিপুর আবহাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ। জারি করা হয়েছে লাল সতর্কতাও। মূলত দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম পুড়বে তীব্র গরমে। বাকি জেলাগুলিতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে। রেহাই পাবে না মালদা ও দুই দিনাজপুর। পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কোচবিহার ,আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তবে দার্জিলিং ও কালিম্পঙে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ থেকে ৪৫ শতাংশ। তবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।