খবর

মিডিয়া জগতে এক অধ্যায়ের অবসান, প্রয়াত রামোজি রাও

শোকস্তব্ধ সমগ্র মিডিয়া জগত। না ফেরার দেশে মিডিয়া টাইকুন রামোজি রাও। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। আজ ভোররাতে হায়দ্রাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইনাডু সংবাদপত্র ও ইটিভির প্রতিষ্ঠাতা রামোজি রাও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ থেমে গেল সমস্ত প্রচেষ্টা, আমাদের ছেড়ে বিদায় নিলেন এই কিংবদন্তী। উল্লেখ্য, মিডিয়া উদ্যোগপতির পাশাপাশি সিনেমা প্রযোজনার ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। দেশের সবথেকে বড় ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটির নেপথ্যের কারিগরও তিনি। পাশাপাশি উষাকিরণ মুভিজ, মার্গদর্শী চিট ফান্ড, ডলফিন গ্রুপ অব হোটেলস, কলাঞ্জলী শপিং মল, প্রিয়া আচার নামক সংস্থারও মালিক ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি থেকে শুরু করে দেশের নানা প্রান্তের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সত্যি বলতে এ এক অপূরণীয় ক্ষতি।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *